এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানায়, ব্রিটিশ কলম্বিয়ার বাংলাদেশ কম্যুনিটির সংগঠন গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের (জিভিবিসিএ)`সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে ব্রিটিশ কলম্বিয়ার প্রাদেশিক পরিষদের শ্রমমন্ত্রী হ্যারি বেইনস এবং শক্তি, খনি ও পেট্রোলিয়াম সম্পদমন্ত্রী ব্রুস র্যালস্টোন ছাড়াও ব্রিটিশ কলম্বিয়ার অনেক ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান স্বাগত বক্তব্যে আমন্ত্রিত অতিথি, সহযোগী প্রতিষ্ঠানসহ সকলকে ধন্যবাদ জানান। মুক্তিযুদ্ধের মূল চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে উন্নীত করতে বর্তমান সরকারের সফলতা এবং উদ্যোগের বিষয়ে আলোকপাত করেন তিনি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা উল্রেখ করে, কানাডার সাসকাচুয়ান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান কৃষি, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা বিষয়ক সহযোগিতার আদলে ব্রিটিশ কলম্বিয়ার সাথেও অনুরূপ সমঝোতা স্মারক বা চুক্তি করা যেতে পারে বলে মত প্রকাশ করেন মিজানুর রহমান।
এ বাণিজ্য সেমিনারে বাংলাদেশের উন্নয়নের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় ব্রিটিশ কলম্বিয়ার শ্রমমন্ত্রী হ্যারি বেইনস বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানি এবং কানাডার শ্রমখাতে বাংলাদেশের আরও অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ করেন।
বাংলাদেশি হাই কমিশনার ও প্যানেল সদস্যরা তাদের বক্তব্যে বাংলাদেশের সাথে কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন উপায় বিশেষত- গার্মেন্টস, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প, জাহাজনির্মাণ শিল্প, সিরামিক, হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক্স, অবকাঠামো উন্নয়ন, হিমায়িত খাদ্য ও চিংড়ি, চামড়া ও চামড়াজাত পণ্য, বিদ্যুৎ ও জ্বালানি, পাটজাতদ্রব্য, প্লাস্টিক, ঔষধশিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেকচারার ইমরুল হাসান, এভিকোর হেলথ্-এর সিইও হেকটর ব্রেমনার, শ্রম, ব্যবসায় ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর পল আরউইন, মেরিন ইঞ্জিনিয়ার ও ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য অনবদ্য ভূমিকা পালনকারী আবদুস সালামসহ প্রবাসী বাংলাদেশি ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।