বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম এবং কমজগৎ টেকনোলজিস ও ফিউচার স্কাই লিমিটেডের (জেভি) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াহেদ তমাল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সিনিয়র রিসার্চ ফেলো মো. সাইফুর রহমান, ফিউচার স্কাই লিমিটেডের চেয়ারম্যান সাদরুদ্দীন ইমরান, পরিচালক রুবাইয়াত বিন আরিফ, সিওও নাজমুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য এই কার্যক্রমের আওতায় একটি ই-কমার্স মার্কেটপ্লেস গড়ে তোলা হবে এবং উদ্যোক্তারা ডিজিটাল লেনদেন, নিরাপদ ডেলিভারি ব্যবস্থা, ডিজিটাল মার্কেটিং, প্রশিক্ষণসহ ই-কমার্স বিষয়ক অন্যান্য আরও সুযোগ সুবিধা পাবেন।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এই মার্কেটপ্লেসটি উদ্বোধনের কথা জানান ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক জেনারেল সেক্রেটারি মো. আব্দুল ওয়াহেদ তমাল।
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই যৌথ প্রয়াসের মাধ্যমে লাখো গ্রামীণ নারী উদ্যোক্তারা তাদের প্রত্যাশিত অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন। আমরা অর্জন করবো একটি টেকসই ই-কমার্স ইকোসিস্টেম।’
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
মুজিব বর্ষে এই প্রকল্পের ই-কমার্স কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গত ৩ ফেব্রুয়ারি তথ্য আপা প্রকল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএফটিআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন উপস্থিত ছিলেন।