সারা দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রয় কার্যক্রমে কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আড়াই কোটি পরিবার টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য সেবা পাচ্ছে।
এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
সাধারণত, রাষ্ট্রায়ত্ত টিসিবি রমজান উপলক্ষে সারা দেশে ভর্তুকি দিয়ে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে।
এ বছর, করোনাভাইরাসের কারণে হাজার হাজার মানুষ কাজ ছাড়াই ঘরে বসে থাকছেন এবং ফলে টিসিবির ওপর নির্ভরশীল মানুষের সংখ্যাও বেড়েছে।
এদিকে, সরকারের ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আওতায় ১০ লাখেরও বেশি পরিবার সহায়তা পাচ্ছে, ৫০ লাখ পরিবার পাচ্ছে ১০ টাকায় চাল এবং সাড়ে ১২ লাখ পরিবার ওপেন মার্কেট সেল (ওএমএস) সহায়তা পাচ্ছে।