দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রথম দেড় ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
ডিএসইতে বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও সকালের দিকে লেনদেনের গতি ধীর ছিল।
আরও পড়ুন: আইসিবিকে স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
৪০ হাজার একটি লেনদেনের মাধ্যমে ৫ কোটি ৮ হাজার শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। এ সময়ে ১১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বিনিময় হয়েছে।
ডিএসইতে লেনদেনে মোট ৩৬৮টি কোম্পানি অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫১টি কোম্পানির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার মূল্য।
বৃহস্পতিবার প্রথম দেড় ঘণ্টায় ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৩ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়ায়, ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৩ দশমিক ৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ শূণ্য দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ডিএসইর সূচক বেড়েছে ১৬.৪১ পয়েন্ট, এক ঘণ্টায় ১৪৩ কোটি ৭০ লাখ টাকা লেনদেন