বৈশ্বিক প্রতিযোগিতা অব্যাহত রাখতে হলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে মূল্য সংযোজনের দিকে আরও মনোনিবেশ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
তিনি বলেন, ‘পোশাক শিল্পে অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্প মূল্য সংযোজনের অন্যতম প্রধান মাধ্যম। অ্যাকসেসরিজ ও প্যাকেজিং উপকরণ পোশাকের সামগ্রিক আবেদন এবং কাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকায় গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোজিশন (গ্যাপএক্সপো) ২০২৪-এর ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য পোশাক শিল্পের মধ্যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিংয়ে প্রযুক্তির অগ্রগতি ও উদ্ভাবন প্রদর্শন করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
ফারুক বলেন, বাংলাদেশের অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পে উচ্চমানের, উদ্ভাবনী ও টেকসই উপকরণ উৎপাদনের মাধ্যমে নিজেদের জন্য একটি জায়গা তৈরি করার সম্ভাবনা রয়েছে।
তিনি অনন্য ও নান্দনিকভাবে আনন্দদায়ক আনুষঙ্গিক তৈরি করতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের গুরুত্বের উপর জোর দেন। এটি চূড়ান্ত পণ্যগুলোর সামগ্রিক মূল্যে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
তিনি বলেন, এর মাধ্যমে অ্যাকসেসরিজ শিল্প বাংলাদেশের তৈরি পোশাক খাতকে শুধু উৎপাদনই নয়, সৃজনশীল ও মূল্য সংযোজন ডিজাইনের একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করতে পারে।
আরও পড়ুন: কুমিল্লায় বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ