বেনাপোল, ১৮ সেপ্টেম্বর (ইউএনবি)- সনাতন সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে যাত্রীদের চলাচল।
বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে পণ্য বোঝাই ৭-৮ শ ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।
পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।’
বেনাপোল শুল্ক বিভাগের সহকারী কমিশনার উত্তম চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় শুল্ক কর্তৃপক্ষ চিঠি দিয়ে তাদের বিষয়টি জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুদেশের মধ্যে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম সচল হবে।