দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রথম ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের রেকর্ডে দেখা যায়, ৫৩ হাজার ৭৬৩ লেনদেনের মাধ্যমে ৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
এ সময়ে ১৬৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানি লেনদেনে করেছে। এর মধ্যে ৩১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার মূল্য।
মঙ্গলবার প্রথম ১ ঘণ্টা ৫০ মিনিটে ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫৩৮০ দশমিক ৭৪ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২০০ দশমিক ২৩ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ ২১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ দশমিক ৭১ পয়েন্টে পৌঁছেছে।
আরও পড়ুন: দুই শেয়ারবাজারেই দরপতন, ডিএসইর সূচকে কমেছে ৩৫ পয়েন্ট