মাদারীপুরে সদ্য তোলা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। নতুন এ পেঁয়াজ ১৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শনিবার সরেজমিনে মাদারীপুর শহরের পুরান বাজারে এলাকায় গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ অপেক্ষাকৃত কম দামে বিক্রি করছেন। বাজারে পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা দরে। আর পাতা ছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭৫ টাকা দরে।
বাজারের এক আড়তদার জানান, মাদারীপুর শহরের পাশ্ববর্তী পাচখোলা গ্রামের পেঁয়াজ চাষিদের কাছ থেকে পাতাসহ প্রতি কেজি ৮০ টাকা দরে কিনে এনে তিনি প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করছেন।
পাইকারি ব্যবসায়ী জানান, মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে ৪ মণ নতুন পেঁয়াজ বাজারে নিয়ে এসেছেন। যা প্রতি কেজি ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে সরেজমিন দেখা যায়, মাদারীপুর শহরের বিভিন্ন বাজারে পেঁয়াজ খুচরা প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।