শনিবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী দুটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই আমদানির অনুকূলে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেয়া হয়।
সকল অনুষ্ঠানিকতা শেষে সরকারি রাজস্ব পরিশোধ করে পণ্য চালানটি দ্রুত খালাশ করার অনুমতি প্রদান করে কাস্টমস কর্তৃপক্ষ। রাতেই বেনাপোল বন্দর থেকে বাংলাদেশি দুটি ট্রাক এসব আতশবাজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
আতশবাজির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লিমিটেড এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতীয় সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।
পণ্য চালানটি ছাড়করণের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মতিয়ার রহমান জানান, সরকারিভাবে মুজিব বর্ষ পালনে এসব আতশিবাজি ভারত থেকে আমদানি করা হয়েছে। রাতেই জরুরিভাবে বন্দর ও কাস্টমসের কার্যাদি শেষে পুলিশি নিরাপত্তায় আতশবাজি বহনকারী দুটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।