আতশবাজি
সিলেটে ৭ কার্টন ভারতীয় আতশবাজি জব্দ
সিলেট মহানগরে চোরাই পথে আসা সাত কার্টন ভারতীয় আতশবাজি জব্দ করেছে পুলিশ।
রবিবার (২৩ জুন) মহানগরের এয়ারপোর্ট থানাধীন লাউগুল দারাবাজার এলাকায় অভিযান চালিয়ে আতশবাজি জব্দ করা হয়।
আরও পড়ুন: সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ফের বন্ধ ঘোষণা
এসময় একটি পিকআপ গাড়িও জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: খুলে দেওয়া হয়েছে সিলেটের জাফলং ও রাতারগুল পর্যটন স্পট
৪ মাস আগে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আতশবাজি-ফানুস নিষিদ্ধ: ডিএমপি
বড়দিন (২৫ ডিসেম্বর) ও নববর্ষ (৩১ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদার করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
এই সময়ে মিছিলে মশাল না আনার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এর আগে ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে সরকার।
আরও পড়ুন: নাশকতার পরিকল্পনা সফল হবে না: ডিএমপি
ইসির নির্দেশনা অনুযায়ী ‘শিগগিরই’ ওসিদের বদলি শুরু করবে ডিএমপি
১০ মাস আগে
৩১ ডিসেম্বর রাতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না: ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শনিবার বলেছেন, ৩১ ডিসেম্বর রাতে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।
তিনি বলেন, ‘কাউকে বাইরে অনুষ্ঠান করতে দেয়া হবে না। এছাড়া ৩১ ডিসেম্বর রাতে পটকা, আতশবাজি বা ফানুশ ওড়ানোতেও নিষিদ্ধ থাকবে।’
আরও পড়ুন: আ.লীগের কাউন্সিলের আগে নিরাপত্তা জোরদার, ঝুঁকি নেই: ডিএমপি
রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি প্রধান এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, ৩১ তারিখ রাতে নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে এবং শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে। এই রাতকে কেন্দ্র করে কোনো জঙ্গি যাতে নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য পুলিশ তল্লাশি করবে।
ডিএমপির স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) টিম, ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বলেও জানান ফারুক।
তিনি বলেন, কোনও ডিজে পার্টির অনুমতি দেয়া হবে না এবং বারগুলো শনিবার থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। রবিবার সকাল ১০টা পর্যন্ত আবাসিক হোটেলে কাউকে আগ্নেয়াস্ত্র বহন করতে দেয়া হবে না।
ডিএমপি কমিশনার আরও বলেন, এছাড়া আজ রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও ওইসব এলাকার বাসিন্দাদের প্রবেশের জন্য আমতলী ক্রসিং ও কাকলী ক্রসিং খুলে দেয়া হবে।
এদিকে সন্ধ্যা ৬টার পর কোনো বহিরাগতকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না এবং এ সময় কোনো যানবাহন সেখানে প্রবেশ করতে দেয়া হবে না। তবে পরিচয়পত্র দেখিয়ে নীলক্ষেত ও শাহবাগ এলাকা দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করা যাবে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফায়ার ফাইটিং ইউনিট ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে এবং সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় কোনো যানবাহন চলাচল করতে দেয়া হবে না।
সম্ভাব্য জঙ্গি হুমকির বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ৩১শে ডিসেম্বর রাতকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট হুমকি নেই।
আরও পড়ুন: মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে: ডিএমপি কমিশনার
মেট্রোরেল: বিশেষায়িত ইউনিট গঠন না হওয়া পর্যন্ত নিরাপত্তা দেবে ডিএমপি
১ বছর আগে
চুয়াডাঙ্গায় আতশবাজি ফোটানোর সময় আর্জেন্টিনা সমর্থক আহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় আর্জেন্টিনা-পোল্যান্ড খেলা উপলক্ষে আতশবাজি ফোটাতে যেয়ে আহত হয়েছে আর্জেন্টিনার এক সমর্থক।
বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ায় ওই ঘটনা ঘটে। আহত মাসুম হোসেন চান্দু (২০) একই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
চান্দুর বন্ধু আতিক বলেন, আমরা আর্জেন্টাইন ভক্ত। বুধবার রাত ১টায় আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা উপলক্ষে বাড়ির সামনে আতশবাজি ফুটিয়ে আনন্দ করছিলাম। এ সময় চান্দুর হাতেই একটি আশতবতি ফেটে যায়। এতে আহত হয় চান্দু। পরে চান্দুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়।
আরও পড়ুন: সাজেকে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আহত ১
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক বলেন, চান্দুর হাতের তালুর আংশিক ক্ষতবিক্ষত হয়েছে। হাতের দুটি আঙুলের শিরা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইসএম লুৎফুল কবীর বলেন, আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা উপলক্ষে সমর্থকেরা আনন্দ করছিল। এসময় আতশবাজি ফোটানোর সময় এক আর্জেন্টাইন সমর্থক আহত হয়েছে বলে জেনেছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে বৈদ্যুতিক ট্রান্সর্ফমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত!
মহিষের গুঁতোয় আহত সাবেক এমপি বদি
১ বছর আগে
ময়মনসিংহে দুই নারী শ্রমিকের মৃত্যু: আতশবাজি কারখানার মালিক গ্রেপ্তার
ময়মনসিংহে আতশবাজি তৈরির অবৈধ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে দুই নারী নিহত হওয়ার ঘটনায় কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (৫০)।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধিতে দায়ের করা দুটি মামলার প্রধান আসামি বোরহান উদ্দিন।
আরও পড়ুন: আতশবাজির আগুনে সিলেটে পুড়ল ৪ ঘর
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বোরহান গত ২০ বছর ধরে কারখানায় অবৈধভাবে আতশবাজি তৈরি করত এবং স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ করত।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ বশতী চণ্ডীপাশা এলাকায় কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে নাসিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫) নিহত হন।
এসএসপি মুক্তা ধর বলেন, ‘ফ্যাক্টরিতে পালাক্রমে ৫০ জন শ্রমিক কাজ করত। নিহত নাসিমা দেড় বছর এবং আফিয়া মাত্র চার মাস ধরে সেখানে কাজ করছিলেন।’
আরও পড়ুন: শবে বরাতে আতশবাজি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে ডিএমপি
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৪
২ বছর আগে
নববর্ষ ২০২২ কে স্বাগত জানাল বাংলাদেশ
করোনার কারণে দেয়া বিধিনিষেধ সত্ত্বেও ফানুস উড়িয়ে ও আতশবাজি জ্বালিয়ে ঘটনাবহুল ২০২১ কে বিদায় জানিয়ে নববর্ষ ২০২২ কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
নববর্ষ বরণ উপলক্ষে শনিবার প্রথম প্রহর থেকেই রাজধানী ঢাকার পুরো আকাশ ছিলো ফানুস ও আতশবাজির ঝলকানিতে আলোকিত। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সারাদেশে গণ জমায়েত হয়ে সব ধরনের উদযাপন নিষিদ্ধ করার কারণে অধিকাংশ ঢাকার বাসিন্দা তাদের অ্যাপার্টমেন্ট ও ভবনের ছাদ থেকে বা বাড়ির আশপাশের খালি জায়গা থেকে উদযাপনে মেতেছেন।
আরও পড়ুন: বড়দিন, নতুন বছর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হবে: ডিএমপি কমিশনার
২ বছর আগে
আতশবাজির আগুনে সিলেটে পুড়ল ৪ ঘর
শবে বরাতের রাতে সিলেটে আতশবাজি থেকে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে।
সিলেট নগরের দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ্ মাজার রোডে সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কায়েস্থারাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসায় শবে বরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে বাসায় আগুন দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আধাপাকা বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: দুই ট্রাকের সংঘর্ষে ইঞ্জিনে আগুন: সিরাজগঞ্জে চালক নিহত
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার যতন চন্দ্র পাল বলেন, ‘কোনো শিশু তারাবাতি জ্বালিয়ে ওই ঘরের টিনের চালায় ছুড়ে মারে। কিছুক্ষণ পর চালায় জমে থাকা গাছের শুকনো পাতায় আগুন লেগে ওই ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে চারটি কক্ষের সব আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই ও একদল পুলিশ ঘটনাস্থলে পাঠাই।’
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু
তিনি জানান, শবে বরাতের রাতে আতশবাজি বা তারাবাতি জ্বালানো আইনত দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুন:উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
ফরিদপুরের করিম জুট মিলে আগুন
৩ বছর আগে
মুজিব বর্ষ: ভারত থেকে ৭ মেট্রিক টন আতশবাজি আমদানি
সরকারিভাবে মুজিব বর্ষ পালন করতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৭ মেট্রিক টন আতশবাজি আমদানি করা হয়েছে।
৪ বছর আগে
দাবানলের ঝুঁকির কারণে অস্ট্রেলিয়ায় এবার নববর্ষের আতশবাজি ফুটছে না
গ্রীষ্মের ভয়াবহ উত্তাপে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার রাজধানী ও অন্যান্য শহরে নববর্ষের আতশবাজি উৎসব বাতিল করা হয়েছে। সেই সাথে সিডনির সুপরিচিত আতশবাজি পোড়ানো উৎসবও না করতে চাপ বাড়ছে।
৪ বছর আগে