বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এফবিসিসিআইয়ের সভাপতি জানান, শিল্পপতি লতিফুর রহমান ১৯৯৪-১৯৯৬ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের পরিচালক ছিলেন।
১৯৪৫ সালে জন্মগ্রহণ করা লতিফুর রহমানের স্ত্রীর নাম শাহনাজ রহমান। এ দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শেষ সময়গুলোর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন।
৭৫ বছর বয়সী এ ব্যবসায়ী ট্রান্সকম গ্রুপের কর্ণধার। বাংলাদেশের অন্যতম বড় করপোরেট প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপে ১০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান করেছে।
এছাড়াও নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান তিনি। তিনি লিন্ডে বাংলাদেশ এবং এনজিও ব্র্যাকের গভর্নিং বোর্ডের পরিচালক ও আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি ছিলেন।
ফাহিম বলেন, তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে হারিয়ে আমরা শোকাহত। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।