এক শোক বার্তায় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সাংবাদিক হিসেবে জাতিকে দেয়া আসলামের সেবার কথা স্মরণ করেন।
তিনি সাংবাদিক আসলামের বিদেহী আত্মার মুক্তির জন্য দোয়া করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভোরের কাগজ পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিবেদক (ক্রাইম রিপোর্টার) আসলাম কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান।
তবে, ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক কামরুজ্জামান খান জানান, বুধবার পাওয়া আসলামের করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদনে ভাইরাস ধরা পড়েনি।
কোভিড-১৯ এর কারণে মারা যাওয়া দেশের প্রথম সারির সব যোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআইয়ের পক্ষ তিনি বিদেহী আত্মাদের চিরস্থায়ী শান্তির জন্য দোয়া করেন এবং তাদের রেখে যাওয়া স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
‘জাতির সেবায় নিবেদিতদের প্রতি এফবিসিসিআই কৃতজ্ঞ,’ যোগ করেন ফাহিম।