একই অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে সিলভার ক্যাটাগরিতে বেস্ট অনবোর্ড সার্ভিস, বেস্ট কাস্টমার ফ্রেন্ডলি, বেস্ট ডমেস্টিক এয়ারলাইন ক্যাটাগরিতে এবং ব্রোঞ্জ ক্যাটাগরিতে বেস্ট ইমপ্রুভড সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
দেশীয় এয়ারলাইন্সের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ সংখ্যক অ্যাওয়ার্ড জেতার রেকর্ড গড়েছেন। অ্যাওয়ার্ড প্রদান করেছে দি বাংলাদেশ মনিটর।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার- পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম এয়ারলাইন্সের পক্ষ থেকে এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৯ অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দিহাইমি -এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
৩১ জানুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বরেণ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবায়েতুল ইসলাম ও শেয়ারট্রিপের সিইও কাশেফ রহমান প্রমুখ।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ রুটের সকল বিমানবন্দরে এবং আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, গুয়াংজু, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ইউএস-বাংলার বিমান বহরে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি ড্যাশ৮- কিউ৪০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।