অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস ছাত্র ও আমাদের দল উভয়ের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা জাতির পক্ষ থেকে তাকে এই দায়িত্ব অর্পণ করেছি। আমরা বিশ্বাস করি তিনি সফল হবেন।’
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর নিটর হাসপাতাল (পঙ্গু হাসপাতাল নামে পরিচিত) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, 'আমরা খুবই আশাবাদী, তার সফল ও যোগ্য নেতৃত্বে আইনশৃঙ্খলার বিষয়টি সুরাহা হবে।’
আরও পড়ুন: সবার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান তারেকের
সামগ্রিক সমস্যার মূলে গণতন্ত্র না থাকার বিষয়টি উল্লেখ করে ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি প্রধান কাজ।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি সফল হবে তত তাড়াতাড়ি গণতন্ত্র পুনরুদ্ধার হবে।’
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, প্রথমত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনতে হবে এবং অর্থনীতি সচল রাখতে পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: বিএনপি সবার নিরাপত্তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর: রফিকুল ইসলাম