আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, যা আওয়ামী লীগেরও অঙ্গীকার।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে এক হোটেলে ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের সংবিধান, সার্বভৌম ব্যবস্হার আইনের বিধিবিধানের ওপর ভিত্তি করে এখানে নির্বাচন দেখতে চায়। আলাপকালে তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আশ্বস্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বৈঠকে কোনো সংলাপ, তত্ত্বাবধঅয়ক সরকার, সংসদ বিলুপ্ত, প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে কথা হয়নি। তারা যে মিশন নিয়ে এসেছে সেসব বিষয়ে কথা হয়েছে। আমরা আগ বাড়িয়ে কিছু বলিনি।’
আরও পড়ুন: বিএনপির এক দফা দাবি হালে পানি পায়নি: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে বাংলাদেশ সংবিধানের যে বিধিবিধান এর কোনো ব্যত্যয় আমরা মানি না। পৃথিবীর অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার যেভাবে থাকে বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বচানকালীন সরকার গঠিত হবে। সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না।’
বৈঠকে আওয়ামী লীগের এই নেতার নেতৃত্বে দলটির ৯ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির উদ্দীন, সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আর্ন্তজাতিক সম্পর্কবিষয়ক দপ্তর শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত ও তারানা হালিম।
ইইউ-এর প্রতিনিধি দলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে আরও ৪ জন প্রাক প্রতিনিধি দলের সদস্য এ বৈঠকে অংশে নেন।
আরও পড়ুন: বাড়াবাড়ি না করতে বিএনপির প্রতি খাদ্যমন্ত্রীর হুঁশিয়ার