সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে বিদেশিদের কাছে আগ্রাসী হিসেবে তুলে ধরতে চায় কিন্তু আওয়ামী লীগ কোনো অবস্থাতেই তা করবে না।
একই সঙ্গে তাদের ওপর কোনো হামলা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রবিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।
প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এতে সরকারের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই।
আরও পড়ুন: অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যেতে চাওয়া রাষ্ট্রদ্রোহিতা: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
তিনি বলেন, বিদেশে বাংলাদেশের কোনো প্রভু নেই, বন্ধু আছে।
মন্ত্রী বলেন, ‘এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করছি।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে বই তুলে দিলেন গাজীপুরের আ.লীগ নেতা আজমত উল্লাহ