বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, জনসমর্থন না থাকায় সরকার আসন ভাগাভাগির একতরফা নির্বাচন করছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় না কেন? কারণ তাদের জনসমর্থন নেই। তারা ১৫ বছরে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করেছে, এখন একতরফা নির্বাচনের আয়োজন করছে।’
শুক্রবার (১৫ ডিসেম্বর) এক আলোচনা সভায় এই বিএনপি নেতা আরও বলেন, ভোটের আগে আসন বণ্টন করে সরকার কীভাবে একতরফা নির্বাচনের পথে হাঁটছে, গণমাধ্যমে সেসব খবর প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়েছে যে আসন ভাগাভাগির মতো নির্বাচনের নীলনকশা নিয়ে এগোতে হচ্ছে।’
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রেজা কিবরিয়ার নেতৃত্বে গণঅধিকার পরিষদের একটি অংশ ‘ভোট, দেশ ও গণতন্ত্র রক্ষা করুন’- শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
খোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন ভাগাভাগির নির্বাচন হলে আওয়ামী লীগকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। ‘তারা আসন ভাগাভাগি করে ভোটের নামে একটি খেলা খেলবে এবং শেষ পর্যন্ত তারা নিজেদের মধ্যে মারামারি করবে...এসব করে কোনো লাভ হবে না, কারণ সরকার এভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবে না।’
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যে কৌশলই অবলম্বন করুক না কেন, দেশের জনগণের আন্দোলনের মুখে তাকে ক্ষমতা ছাড়তেই হবে।
এই বিএনপি নেতা বলেন, ‘এটি শুধু বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়। কারণ এটি ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন।’
তিনি দাবি করেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশন (ইসি) সর্বাত্মক চেষ্টা চালালেও ভোট নিয়ে জনগণের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই।
খোকন বলেন, সরকারের পতন এড়াতে পারবে না। কারণ বিশ্বের কোনো স্বৈরশাসক জনগণের ইচ্ছার বিরুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, শেখ হাসিনাও টিকতে পারবেন না।’