বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, ‘ওই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশ নিতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।’
বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি বলেন, ‘তারা কখনোই নির্বাচন অর্জন করেনি, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে।’
রওশন এরশাদ বলেন, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক পণ্যের দাম বেড়েছে।
তিনি বলেন, ‘তবে বিশ্ববাজারে এখন দাম কমে গেছে।’
তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের সঙ্গে এখন টিসিবির ন্যায্য মূল্য ওএমএসের পণ্য নেওয়ার জন্য মধ্যবিত্ত মানুষেরাও যোগ দিচ্ছে।
তিনি বলেন, দেশের প্রবৃদ্ধি বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘তা না হলে জনগণের ওপর চাপ বাড়বে এবং অস্থিতিশীলতা তৈরি হবে।’
বিরোধী দলীয় নেতা বলেন, অর্থনৈতিক মন্দার জন্য বিশ্ববাজারকে দায়ী করার সুযোগ নেই।
তিনি বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে ডলারের সংকট চলছে। অনিয়মের জন্য বেশ কয়েকবার আলোচনায় এসেছে ব্যাংকিং খাত। ডলার সংকট প্রশমনে পদক্ষেপ নেওয়া উচিত।’