‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে আবেদন করেছে। নতুন এই সংগঠনটির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে।
তবে নতুন এই দলটির নেতারা হাইকোর্টের আদেশে ইসির নিবন্ধন হারানো জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।
বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক নিজামুল হক সাক্ষরিত ৫০ হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দিয়েছে।
নতুন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নিজামুল হক জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা।
আবেদনপত্র জমা দেয়ার পর আনোয়ারুল সাংবাদিকদের বলেন, জামায়াতের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
২০১৩ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে।
এরপর ২০১৮ সালে নির্বাচন কমিশন আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন বাতিল করে।
আরও পড়ুন: ইসি নিজেই স্বীকার করেছেন ইভিএম দিয়ে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব হচ্ছে না: জিএম কাদের
গাইবান্ধা-৫ উপনির্বাচন: ৯০ দিন সময় বাড়ালো ইসি
গাইবান্ধা-৫ উপনির্বাচন: দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ইসি