দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে অংশ নেওয়ায় তৃণমূলের আরও ১৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এ পর্যন্ত ২১৬ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।
বুধবার(২২ মে) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বিএনপির শোক
বহিষ্কৃত নেতাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ায় ৭৯ জন তৃণমূল নেতাকে বহিষ্কার করে দলটি। গত ২১ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৬৯ জন নেতাকে বহিষ্কার করা হয়।
আগামী ২৯ মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৫৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
চার ধাপে ৪৯২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, ৫ জুন চতুর্থ ধাপে ভোট হবে।
আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি।
আরও পড়ুন: আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই: দলীয় সহকর্মীদের উদ্দেশে ফখরুল