জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (৪ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইউনিটের উদ্যোগে আয়োজিত এক প্রবন্ধ লিখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে একটি পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, আগামী নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার শেষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
এ সময় নুরুল হক নূর বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনার পতনের পর এনসিপি প্রতিশ্রুতি দিলেও তারা তা ভেঙেছেন। নিজেদের দল গঠনের পর তারা রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেছেন এবং এখনও করছেন।’
তিনি ২০২৪ সালের আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বিগত জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা ভূয়সী প্রশংসার দাবি রাখে।
জুলাই ঐক্য নষ্টের জন্য এনসিপিকে দায়ী করেন নুর।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যেখানে কোনও বৈষম্য থাকবে না। এ ছাড়াও দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ প্রমুখ।