পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক স্ত্রী সেলিনা আক্তারকে সাথে নিয়ে এসব মালামাল নিয়ে নিজের নির্বাচনী এলাকা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার প্রত্যন্ত জনপদে ঘুরছেন রুপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বুলবুল।
মুচি, পরিচ্ছন্ন কর্মী, দিনমজুর, ক্ষুদ্র দোকানদার, কায়িক শ্রমিকদের খবর নেয়ার পাশাপাশি তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দিচ্ছেন।
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া জানান, ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী কিনে স্ত্রীকে সাথে নিয়ে দুই হাজার ৭শ’ অসহায় পরিবাররের মাঝে সেগুলো বিতরণ করেছেন। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবন ও একটি সাবানসহ গত এক সপ্তাহ ধরে বিলি করা হচ্ছে।
সাংসদ মনুজর হোসেন বুলবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার ভিজিডিসহ নানা পদক্ষেপ নিয়েছে। কেউ যাতে খুধায় কষ্ট না পান সেজন্য তাদের পাশে দাঁড়াতে হবে।
করোনা মোকাবিলায় এ অঞ্চলের অন্যান্য সামর্থ্যবানদেরও এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।