জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যায় শেখ হাসিনার জড়িত থাকার বিষয়টি যথার্থই উঠে এসেছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
তিনি বলেন, 'আমি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে তাদের প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানাতে চাই। প্রতিবেদনে সঠিকভাবে বলা হয়েছে যে, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি বলেন, তার নির্দেশেই গণহত্যা, সব ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নে সবাই মিলে সিদ্ধান্ত নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফখরুল বলেন, 'এটা প্রমাণ হয়েছে যে, হাসিনা একজন ফ্যাসিস্ট। তিনি এদেশের মানুষকে নির্যাতন, নীপিড়ন ও হত্যা করেছেন। আমরা আজ ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তাকে (শেখ হাসিনা) ও তার সহযোগীদের অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে এবং তাকে বিচারের জন্য সরকারের কাছে হস্তান্তর করতে। এটাই আমাদের প্রত্যাশা।’
জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে ঘটে যাওয়া ঘটনার সত্য উদঘাটিত হওয়ায় তিনি দলের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘সমস্যা হচ্ছে জাতিসংঘ যখন কথা বলে, আমরা সবাই তা বিশ্বাস করি। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো যখন এটা বলি, তখন অনেকেই বিশ্বাস করতে নারাজ। যাই হোক, আমি জাতিসংঘের দলকে ধন্যবাদ জানাতে চাই, যারা এখানে এসেছিল এবং প্রতিবেদনটি প্রস্তুত করেছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বুধবার(১২ ফেব্রুয়ারি) 'বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন' শীর্ষক ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করেছে।
আরও পড়ুন: নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই, সংস্কার আগে হতে হবে: জামায়াত