নিহত ছাত্রলীগ নেতা সাইফুল রহমান মুন্নার(২৩) হাটহাজারী কলেজ ছাত্রলীগ কমিটির সদস্য এবং হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া জানান, সকালে কলা অনুষদের পাশের ঝর্ণা দেখতে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজ হন মুন্না।পরবর্তীতে হাটহাজারী ফায়ার স্টেশনের ডুবুরি দল মুন্নার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সুত্র জানায়, সোমবার সকালে কয়েকজন বন্ধুসহ ঝর্ণার ধারে যান ওই মুন্না। একপর্যায়ে পা পিছলে ঝর্ণার খাদে পড়ে যান তিনি। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চবির ঝর্ণায় তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় তিনি আর সাঁতরে উঠে আসতে পারেননি। পরে উপস্থিত অন্যরা তাকে উদ্ধারে তৎপরতা শুরুর পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘আমাদের নিরাপত্তা প্রধান আমাকে ঘটনাটা জানানোর পরে আমি হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনকে জানাই। তাদের একটি দল উদ্ধারকাজ পরিচালনা করে। বৃষ্টির কারণে এখন পানির স্রোত বেশি, জায়গাটাও ঝুঁকিপূর্ণ।’