বিকাল সাড়ে ৫টার দিকে টাইগারপাস বটতল এলাকায় নৌকা প্রতীকের প্রচারণাকালে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পৌর নির্বাচন: ফেনীর দাগনভূঞায় ককটেল বিস্ফোরণে আহত ৩
সংঘর্ষের খবর পেয়ে মেয়র প্রার্থী রেজাউল করিম এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন হাসান চৌধুরী ও নগর আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলম ওই এলাকায় গণসংযোগে অংশ নেননি।
কাউন্সিলর প্রার্থী মো. বেলাল বলেন, কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন না পাওয়ার পর থেকে মাসুমের লোকজন আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করছেন।
আরও পড়ুন: পৌর নির্বাচন: বোয়ালমারী আ’লীগের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন
তিনি বলেন, ‘আজ আমাদের মেয়র প্রার্থী রেজাউল করিমের প্রচারণা উপলক্ষে কর্মীরা জমায়েত হলে মাসুমের অনুসারীরা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের কর্মী মোজাম্মেল হোসেন সোহাগ, মাহমুদ ও শাহীনসহ ১২ জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অন্যদিকে দিদারুল আলম মাসুম বলেন, ‘নৌকার প্রচারণাকালে আমাদের কর্মীরা জমায়েত হওয়ার সময় বেলালের কর্মীরা পেছন দিক দিয়ে অতর্কিত হামলা করেন। এতে আমাদের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। বেলাল গ্রুপের সঙ্গে অনেক ছাত্রদলের নেতা-কর্মীও যোগ দিয়ে আমাদের ওপর হামলা করেন।’
আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনী সহিংসতা: হত্যা মামলায় কাউন্সিল প্রার্থীসহ ১১ জন রিমান্ডে
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বলেন, ‘বেলাল আর মাসুম গ্রুপের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
আরও পড়ুন: চসিক নির্বাচন: আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১
পৌর নির্বাচন: চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১