ঢাকা, ৩১ জুলাই (ইউএনবি)- জাতীয় পার্টি বুধবার ২০১৮ সালের আয়-ব্যয়ের হিসাববিবরণী নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে। যেখানে দলটি তাদের অ্যাকাউন্টে ৭৭ লাখ ১০ হাজার টাকা রয়েছে বলে জানিয়েছে।
জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়ার নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে এক ইসি কর্মকর্তার কাছে এ হিসাববিবরণী দাখিল করেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য লিটন মিয়াজী।
পার্টির হিসাববিবরণী অনুযায়ী, ২০১৮ সালে জাতীয় পার্টি আয় করেছে ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা এবং ব্যয় করেছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।
আইন অনুযায়ী নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব পরের বছরের ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।