সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত হয়েছে জার্মানিতে। শনিবার (৩১ মে) ফ্রাঙ্কফুটের সালবাউ নিদ অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম। আর সঞ্চালনা করেন জার্মানি বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের জন্য জীবন দিয়েছেন শহীদ জিয়া। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন তিনি। দেশ ও জাতির দুর্দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হলে তিনি দক্ষতার সাথে তা পালন করেন।
তারা বলেন, বুকের রক্ত দিয়ে শহীদ জিয়াউর রহমান দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, তা কেড়ে নিয়েছিল ক্ষমতালোভী শেখ হাসিনা। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। গণতন্ত্রকামী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।