সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি জার্মানি শাখা।
শনিবার (৩ জুন) ফ্রাঙ্কফুর্টের সালবাউ ওবারআডে কর্মসূচিটি পালন করে দলটির প্রবাসী নেতাকর্মীরা।
জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার উপস্থাপনায় জিয়াউর রহমানের জীবনের ওপর আলোকপাত করে বক্তারা বলেন তিনি দেশ ও জনগণের কল্যাণে তার জীবন উৎসর্গ করে গেছেন।
দেশ ও জাতির দুর্দিনে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব তার ওপড় অর্পিত হলে তিনি দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করে বিশ্বের দরবারে আমাদেরকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, শ্রমশক্তি এবং তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ের পথ সুগম করেছিলেন।
বক্তারা আরও বলেন, জিয়ার সেই শান্তিপূর্ণ সহঅবস্হানের গণতান্ত্রিক বাংলাদেশকে আজ বাকশালীরা ভয়ানক জনপদে পরিণত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পায়তারা চালাচ্ছে। তাই আজ জাতীয় স্বাধীনতার সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে নির্যাতিত নিস্পেষিত গণতন্ত্রপ্রিয় বাংলার জনতা এক অদম্য শক্তিতে রাজপথে নেমে এসেছে।
তারা বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন করে দেশকে এক অজানা গন্তব্যে ঠেলে দিয়েছে, শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে একদলীয় হিংস্র শাসন অঘোষিত বাকশাল চালু করেছে। ফলশ্রুতিতে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যা করে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নয়, জনগণ সিদ্ধান্ত নেবে তারা যুক্তরাষ্ট্রে যাবে কি না: বিএনপি
এতে জনমনে চরম অশান্তি ও হতাশা নেমে এসেছে,দেশের অর্থনীতি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। জ্বালানি তেল, বিদুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা নির্বাহ কঠিন হয়ে পরেছে অন্যদিকে চলছে লুটপাটের মহোৎসব। এমতাবস্থায় বিরোধী দল, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সরকার আর সরকারি দলের অন্যায়,অবিচার, জেল-জুলুম নির্যাতন, হামলা-মামলা,লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়ে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো এবং তাদের দাবি দাওয়া তুলে ধরার চেষ্টা করছে।
কিন্তু সরকার জনগণের সেই সাংবিধানিক গনতান্ত্রিক অধিকার নির্বিঘ্নে পালন করতে বাধা দিচ্ছে। ৫২ বছরের অর্জিত সুনামটুকু কলঙ্কিত করেছেন আমাদের সুসংগঠিত রাষ্ট্রীয় বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আর জাতির ওপড় আমেরিকার ভিসা নীতি ঘোষণার মাধ্যমে।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, ড. আমানউল্লাহ,ফিরোজ কোরাইশী মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, মো. কাওসার শামীম, মন্জু সরকার, আনোয়ার হোসেন, নিয়াজ হাবিব, রিয়াদ খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
আরও পড়ুন: দেশের ১৫ জেলায় ‘জিয়া স্মৃতি পাঠাগার’ খুলেছে বিএনপি