প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়া বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিলেন।
রবিবার গণভবনে টানা দশম মেয়াদে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ ‘মঙ্গা’ (দুর্ভিক্ষের মতো পরিস্থিতি) মুক্ত ছিল। ‘আজ আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।’
শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাত ধরে গড়ে ওঠা সংগঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে এই দলের জন্ম হয়েছে। আওয়ামী লীগের সেই ঐতিহ্য ধরে রাখতে হবে।
তার দলের বিত্তশালী সদস্যদের নিজ নিজ এলাকায় নিবেদিতপ্রাণ। কিন্তু অসচ্ছল কর্মীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, আওয়ামী লীগে অনেক অসচ্ছল কর্মী আছে যারা রাজনীতিতে নিবেদিতপ্রাণ, পৈতৃক জমি বিক্রি করলেও কখনো কিছু চায়নি।
শেখ হাসিনা বলেন, আইয়ুব খান, জিয়া, এরশাদ, খালেদা জিয়াসহ অনেকেই আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু দলে অনেক নিবেদিতপ্রাণ কর্মী থাকায় পারেনি।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তার সরকার অর্থনীতিকে সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করছে এবং উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কঠোর পরিশ্রম করছে।
তিনি বলেন, ‘আমরা খুব প্রয়োজনীয় প্রকল্পগুলোর ওপর গুরুত্ব দিচ্ছি। এবং আমরা দ্রুত প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পন্ন করছি যা জনগণের জন্য সুফল নিশ্চিত করবে।’
প্রধানমন্ত্রী বলেন, এখন তার সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে 'স্মার্ট বাংলাদেশে' পরিণত করা একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করা।
তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি জনগোষ্ঠী ডিজিটাল ডিভাইস এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি স্মার্ট কমিউনিটিতে পরিণত হবে।
‘প্রত্যেকে কম্পিউটার ও প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হবে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষিসহ প্রতিটি সেক্টরে স্মার্ট ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে।