জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, সরকার দেশের মানুষকে কষ্ট দিতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা সরকার জনগণের বেঁচে থাকার জন্য কোনো অবকাশ রাখেনি। পানি, ডিজেল, গ্যাস, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়েছে। জনগণের দুর্ভোগ বাড়াতে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে’
শুক্রবার (৩১ মে) ওয়াসার পানির মূল্য ১০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আরেকটি প্রতিবাদ সমাবেশে তিনি আরও বলেন, ‘জনগণ সরকারের জন্য একটি পাইলট প্রকল্প। তারা মনে করে, জনগণের রক্ত চুষে নিয়ে তারা এই প্রকল্পকে বিশ্বের সব স্বৈরশাসকের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারবে।’
পানি, জ্বালানি তেলসহ বিভিন্ন ইউটিলিটি সার্ভিসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির যুগ্ম-মহাসচিব।
বগুড়ায় পানি, বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং তারেক রহমানের ম্যুরাল ধ্বংসের প্রতিবাদে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।
আরও পড়ুন: জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা
রিজভী বলেন, পানির অপর নাম জীবন। অথচ সরকার মানুষকে পানি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।
ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি এতটাই ক্ষমতাশালী যে বিদেশে বসে অফিস পরিচালনা করেন।
তিনি বলেন, ‘দুর্নীতির নানা অভিযোগ থাকার পরও বারবার তার মেয়াদ বাড়ানো হয়েছে, এটাই প্রমাণিত হয় কেন সরকার প্রধান এমন ব্যক্তিদের নিয়োগ দেন। তারা সরকারের উদ্দেশ্য সাধন করে এবং তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করে। এজন্য তারা পানির দাম বাড়িয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের দমন ও নিপীড়নের জন্য সরকার বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছিল।
সরকার বেনজীর ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের অপকর্মকে উপেক্ষা করেছিল। কারণ তারা সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
এই সরকার সিন্ডিকেট ও মাফিয়াবান্ধব উল্লেখ করে রিজভী বলেন, তাদের অপকর্মের দায় তাদেরকেই (সরকার) নিতে হবে।
তিনি বলেন,‘একদিন তাদের সবার বিচার হবে জনগণের আদালতে। জনগণ তাদের অপকর্মের বিচার করবে।’
আরও পড়ুন: বাংলাদেশকে আবারও তলাবিহীন ঝুড়ি বানিয়েছে আ. লীগ: মির্জা আব্বাস