ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ৮৭টি উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।
ইউএনবির কুমিল্লা প্রতিনিধি জানান, আজ সকাল থেকে জেলার মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাদের উপস্থিতি বাড়বে, প্রত্যাশিত প্রার্থী ও অন্যান্যদের।
বেলা ১১টা পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন
৮৭টি উপজেলা পরিষদের ২৬১টি পদের বিপরীতে ১ হাজার ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩৯৭ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৫৬ জন ভাইস চেয়ারম্যান ও ২৯৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৭ জেলার ১৬টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে, বাকি উপজেলায় প্রচলিত ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।
সমতল জেলার প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় ১৭-১৯ সদস্যের একটি নিরাপত্তা দল এবং ১৯-২১ সদস্যের একটি নিরাপত্তা দল পার্বত্য চট্টগ্রাম ও অতি দুর্গম এলাকার একটি ভোটকেন্দ্র পাহারা দিচ্ছেন।
৮ মে প্রথম ধাপে ৫৯ জেলার ১৩৯টি উপজেলা পরিষদে এবং ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়।
৫ জুন দেশের অর্ধশতাধিক উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।