দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতেরা হলেন- জেলা বিএনপির সহসভাপতি ও শ্রীবরদীর তাতিহাটি ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া, জেলা বিএনপির সদস্য ও কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল করিম এবং শেরপুর পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন সেলু।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন বিএনপির ওই নেতারা।
বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা হয়েছে।
তবে স্থানীয় নেতা-কর্মীরা ধারণা করেছেন, নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কারণেই ওইসব নেতাদের বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে তাতিহাটি ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ মিয়া বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আমার যোগাযোগের ঘাটতি রয়েছে।’