বরিশাল, ২৪ অক্টোবর (ইউএনবি)- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বৃহস্পতিবার বলেছেন, দেশের ‘স্বার্থবিরোধী’ চুক্তি জনগণ মেনে নিতে পারে না।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে যুগযুগ ধরে অমিমাংসিত তিস্তা চুক্তির বিষয়টি উপেক্ষা করে দেশের স্বার্থবিরোধী যে সকল চুক্তিতে আবদ্ধ হয়েছেন, তা বাংলাদেশের সচেতন নাগরিক মেনে নিতে পারে না।’
বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাম্প্রতিক সময়ে ঘটমান আবরার হত্যা, ভোলায় সহিংসতা, ক্যাসিনোর উদ্ভব, দেশের ‘স্বার্থবিরোধী’ চুক্তি সরকারের নতজানু রাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত উন্নত ও কল্যাণরাষ্ট্র গড়তে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মত দেন তিনি।