দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩টি মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের ২৩ নম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাকিবের স্বজনরা।
বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
আরও পড়ুন: আজ আ. লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দলীয় সূত্রে জানা গেছে, সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।
এর আগে সিইসি কাজী হাবিবুল আউয়াল আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।