৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে কেবল নির্লজ্জরাই যোগ দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, জনগণের প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দার মধ্যে আজ বিকাল ৩টায় ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের যাত্রা শুরু হবে।
বুধবার (৩০ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে সম্মিলিত পেশাজীবীদের একটি মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পেশাজীবী ও নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ সকাল থেকেই সংসদ অধিবেশনের প্রতিবাদে অনেকে লাল ও কালো পতাকা নিয়ে রাস্তায় নেমে এসেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, 'সংসদের উদ্বোধনীতে জনগণ কি আনন্দ উদযাপন করছে? তারা নিন্দা জানাচ্ছে এবং তাদের ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছে।
আরও পড়ুন: ‘বিজিবি সদস্য হত্যার’ ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি বিএনপির
তিনি বলেন, ‘এমতাবস্থায় যাদের কোনো লজ্জা ও আত্মসম্মানবোধ নেই, তারাই এ ধরনের সংসদের অধিবেশনে যোগ দিতে পারেন।’
দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
গয়েশ্বর বলেন, বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে এবং নতুন নির্বাচন দিতে তাদের দল শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে।
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। আমরা আমাদের সংগ্রাম থেকে পিছু হটিনি। কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের আন্দোলনের কৌশল পরিবর্তন করতে হবে। অনেকে পরামর্শ দিয়েছেন আজ (মঙ্গলবার, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন) হরতাল পালন করা হোক। (কৌশলগত কারণে) বিএনপি এ ধরনের কর্মসূচি ঘোষণা করেনি।’
আরও পড়ুন: সংসদ অধিবেশনের দিন কালো পতাকা মিছিল করবে বিএনপি
বিএনপির এই নেতা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘বর্তমান সরকারে থাকা আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, সেসময় তাদের ১৭৩ দিনের হরতালের রেকর্ড আমরা ভাঙতে পারিনি। আমরা এখনও পথচারীকে নগ্ন করার নজির স্থাপন করতে পারিনি এবং আমরা এখনও লগি-বৈঠা (লাঠি-দাঁড়) দিয়ে মানুষ হত্যা করতে পারি না।’
বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য সুদৃঢ় করে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলে আশা প্রকাশ করেন গয়েশ্বর।
বিএনপির এই নেতা বলেন, রাজপথে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো তাদের গণতান্ত্রিক অধিকার। ‘পুলিশ ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনারা (সরকার) জনগণকে দমিয়ে রাখতে পারবেন না।’
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনের দিন বিএনপির কালো পতাকা মিছিল