নাটোরে যুব ও ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরও জেলা বিএনপির শীর্ষ নেতাদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে অনুষ্ঠান বয়কট করেছে দলটি।
শনিবার (১০ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলেন জেলা বিএনপির নেতারা। ঘটনার পরপরই তারা অনুষ্ঠান বর্জন করে চলে যান।
পরে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ অভিযোগ করে বলেন, ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় শীর্ষ নেতাদের প্রতি অসৌজন্যমূলক ও রূঢ় আচরণ করেছেন।
তিনি বলেন, `ফ্যাসিবাদের রাহু থেকে পুলিশের অনেক কর্মকর্তা এখনও বের হতে পারেননি।‘
আসাদ ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জেলা প্রশাসকের আমন্ত্রণে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের নেতৃত্বে সদস্য সচিবসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল কানাইখালি মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যান।
কিন্তু উদ্বোধনের সময় বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব নিজেদের পরিচয় দেওয়ার পরও ডিবি পুলিশের ওসি তাদের প্রবেশে বাধা দেন এবং সেখান থেকে সরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ইফতেখায়ের আলম বলেন, “উপদেষ্টার নিরাপত্তার দায়িত্ব ডিবি পুলিশের ওপর ছিলো। তবে কাউকে অসম্মান করা সমীচীন নয়।” তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।