জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন সার্চ কমিটি।
মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং মেহেরপুর-১ আসনের নির্বাচন সার্চ কমিটির চেয়ারম্যান এইচ এম কবির হোসেন রবিবার এ কারণ দর্শানোর নোটিশ দেন।
আরও পড়ুন : মাহি বি, হিরো আলমসহ ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন
নোটিশে বলা হয়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গত ৯ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশ নেন এবং পুলিশ প্রটোকল মেনে সরকারি গাড়িতে করে সমাবেশে যান।
নোটিশে বলা হয়, এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ ও ১৪ (২) বিধির লঙ্ঘন।
আরও পড়ুন: নির্বাচনের পুনঃতফসিল চেয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রিট আবেদন