ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমানের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নড়াইল থেকে বোয়ালমারী উপজেলার সহস্রাইলে আসেন মাশরাফি। সেখানে গণসংযোগ করেন তিনি। এরপর পথসভায় বক্তব্য রাখেন মাশরাফি।
মাশরাফি উপস্থিত সবার কাছে নৌকা প্রতীকে ভোট চান।
এসময় ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমানসহ নেতারা উপস্থিত ছিলেন।
পথসভা শেষ করে তিনি আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম আওয়ামী লীগের জনসভায় যোগ দেন।
সেখানেও তিনি বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় করতে হবে।