বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিকে আমি মোটেই সমর্থন করি না। দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে। আমাদের সতর্ক থাকতে হবে, ছাত্র-জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের ফসল যেন নষ্ট না হয়!’
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইলের পলাশপুর গ্রামের একটি রিসোর্টে ঢাকা দক্ষিণ ইসলামী ছাত্রশিবির আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন একটি সংগঠন, যার কাজ শুরু হয়েছিল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে হেরা গুহায়, আর তা শেষ হবে জান্নাতে। ছাত্রশিবিরে নতুন-পুরাতন যারা আছেন, সবার সহযোগিতায় এবং আল্লাহ তা‘আলার মেহেরবানীতে ৫ আগস্ট ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ। আগামীতে দায়িত্বসহকারে কাজ করলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ হতে পারে।’
প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির মো. নরুল ইসলাম বুলবুল।
ঢাকা মহানগর দক্ষিণের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন রুবেল সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াতের মুন্সীগঞ্জ জেলা কমিটির আমির আ জ ম রুহুল কুদ্দুস, সেক্রেটারি মো. ফখরুদ্দিন রাজী, সিরাজদিখান উপজেলার জামায়াতের আমির মাওলানা মো. কবির হোসাইন প্রমুখ।