আওয়ামী লীগ সরকার ব্যাপক দুর্নীতি ও লুটপাট করে দেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, 'জিয়াউর রহমানের নাম শুনলে অনেকে আঁতকে ওঠেন, কারণ তিনি যা করেছেন, তা তাদের (আওয়ামী লীগ) করার কথা ছিল।’
গণ দোয়া অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাত্র সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত শাসনামলে দেশকে তলাবিহীন ঝুড়ির অবস্থা থেকে উদ্ধার করেছিলেন।
তিনি বলেন, ‘এই সরকার সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।’
শুক্রবার (৩১ মে) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মোনাজাতে অংশ নেন।
তারা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম সামাল দিতে দেশের মানুষ যখন চরম সংকটে, তখন জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আরও পড়ুন: দেশ এখন মাফিয়া-লুটেরাদের কবলে: ফখরুল
তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম জ্বালানির দাম লিটারে আড়াই টাকা বাড়ানো হয়েছে। সব পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন এই দাম বাড়ানো হলো।’
জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে মানুষের জীবন ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলে।’
তিনি বলেন, ক্ষমতাসীনরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দেশের জনগণকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। ‘আমরা শুনতাম যে বর্গিরা দেশে আসত এবং লুট করা জিনিসপত্র ও সম্পত্তি নিয়ে পালিয়ে যেত। এখন নতুন বর্গিরা (আওয়ামী লীগ) ক্ষমতায়। তারা লুটপাট করে দেশ ছাড়ে না, সম্পদ ও অর্থ দেশের বাইরে পাচার করে।’
আরও পড়ুন: জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা