বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের 'নতজানু পররাষ্ট্রনীতির' কারণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর 'যুদ্ধ করিডোরে' পরিণত হচ্ছে।
শনিবার (৬ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, 'সরকার সীমান্ত অরক্ষিত রেখে বিরোধী দলের আন্দোলন দমনে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর লাখ লাখ সদস্য মোতায়েন করেছে।’
তিনি বলেন, 'আমাদের সীমান্ত কেন অরক্ষিত, ডামি সরকার জনগণকে এ বিষয়ে কিছুই ব্যাখ্যা করে না।’
একজনের সিংহাসন সুরক্ষিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত রাখা হয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও তার গোয়েন্দা সংস্থাগুলো আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণকারী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সম্পর্কে জানতে পারে না, তবে তারা বিরোধী কর্মীদের ফাঁদে ফেলার চক্রান্ত করতে পারে।’
বান্দরবানে তথাকথিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাংক ডাকাতি, অপহরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং তাদের অস্ত্র লুটপাট শেখ হাসিনার ডামি সরকারের ব্যর্থতার সুস্পষ্ট লক্ষণ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, কেএনএফ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য চটকদার ও উদ্বেগজনক, কারণ তিনি দাবি করেছেন যে তাদের (কেএনএফ) সদস্যদের বাংলাদেশের ভূমি ছাড়তে বাধ্য করা হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু কেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়েছে তা স্পষ্ট নয় বলে জানান রিজভী।
আরও পড়ুন: বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মঈন খান
তিনি অভিযোগ করেন, কোনো এক অজ্ঞাত কারণে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তার আনুকূল্য পাচ্ছে, তা স্পষ্ট।
তিনি বলেন, শুধু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তই অরক্ষিত নয়, বরং বাংলাদেশ-ভারত সীমান্তেও প্রতিনিয়ত দেশের নিরীহ মানুষ হত্যার মাধ্যমে রক্তপাতের ঘটনা ঘটছে।
রিজভী বলেন,‘সীমান্ত হত্যা নিয়ে শেখ হাসিনা ও তার আজ্ঞাবহ সরকার মুখ খুলছে না। বিএসএফ কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সীমান্তে বার বার বাংলাদেশিদের হত্যা করছে। গত তিন মাসে খুন হয়েছেন প্রায় ১৫ জন। এমনকি স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) নওগাঁ ও লালমনিরহাট সীমান্তে আল আমিন ও লিটন নামে দুজন নিহত হয়েছেন।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান 'অপশক্তি' স্বাধীনতা দিবস পালন করলেও আল আমিন ও লিটন হত্যাকাণ্ড নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকারের একমাত্র সাফল্য অর্থ পাচার: মঈন খান