আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এই মুহূর্তে বিএনপির কোনো আশা নেই উল্লেখ করে তিনি বলেন, তারা এখন কালো পতাকা নিয়ে মিছিল করছে, এটা শোকের মিছিল। ‘এভাবে তারা নিজেরাই জাতিকে বলছে যে, আমরা পরাজিত হয়েছি।’
গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের সংখ্যা নিয়ে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা ট্রেনে, বাসে আগুন দিয়েছে, যারা পিটিয়ে পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে তারা কারাগারে আছে।
বিএনপিকে আইনিভাবে মোকাবিলা করারও আহ্বান জানান তিনি।
কাদের বলেন, ‘কোন দেশে অপরাধ করলে শাস্তি হয় না? আমরা কি আমেরিকার পরামর্শ অনুযায়ী তাদের মুক্তি দেব?'
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।