আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে কারণ তাদের নেতারা বারবার জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে হতাশ হয়ে পড়েছেন।
রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন। তাই তারা নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে। একই সময়ে তারা নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে নিয়োজিত রয়েছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানালেও আসন্ন সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিএনপির নেতাকর্মীদের মনোনয়নপত্র জমা দিতে দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই দ্বৈত আচরণের কারণে জনগণ বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।’
আরও পড়ুন: বাংলাদেশকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে বিভিন্ন প্রহসনমূলক নির্বাচনের কথা উল্লেখ করে আ.লীগ নেতা বলেন,‘ বিএনপি এই মুখ নিয়ে নির্বাচনের কথা বলে কিভাবে? বিএনপির হাতে এদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে।’
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রসঙ্গে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছে।
‘বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ নিশ্চয়ই বিএনপির কাছ থেকে গণতন্ত্রের পাঠ নেবে না। বিএনপি যে গণতন্ত্র চর্চা করেছে তাতে আওয়ামী লীগের আস্থা বা আস্থা নেই।’
আরও পড়ুন: নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর হবে আ.লীগ: কাদের
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের মানুষকে কারফিউ জারি করা গণতন্ত্র দিয়েছেন।
বিবৃতিতে কাদের বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র ও আইনের শাসনের পথকে মসৃণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার ভূমিকার কারণে শেখ হাসিনা আজ বিশ্বের সব নেতার কাছে প্রশংসিত।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি জনগণের ভাগ্যের উন্নতি হয়েছে, কিন্তু বিএনপি ও তার সহযোগীরা তা সহ্য করতে পারবে না বলে তিনি দাবি করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই অগ্রগতি ব্যাহত করার ষড়যন্ত্র করছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে জনগণকে আমাদের সঙ্গে নিয়ে এই সমস্ত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। কোনো ষড়যন্ত্র সফল হবে না।’
আরও পড়ুন: বিএনপির পরিকল্পনার অংশ হিসেবে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো হচ্ছে: তথ্যমন্ত্রী