বিএনপির 'কালো পতাকা' কর্মসূচিকে 'গণবিরোধী' আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি বলেন, বিএনপির কালো পতাকা কর্মসূচি একটি গণবিরোধী কর্মসূচি এবং এটি দেশের গণতান্ত্রিক যাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। কর্মসূচি প্রত্যাহার না করা হলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ সজাগ থাকবে।
বুধবার (৩০ জানুয়ারি) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
জনস্বার্থবিরোধী কোনো কর্মসূচি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব।’
আরও পড়ুন: সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কেউ হটাতে পারবে না: কাদের
বিএনপি নেতাকর্মীদের মুক্তি নিয়ে জাতিসংঘের বিবৃতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভুল প্রতিবেদন ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে বিবৃতিটি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী দেশে বন্দির সংখ্যা ১০ হাজারের বেশি নয়। অপরাধ করলে শাস্তি পেতেই হবে। জামিনযোগ্য অপরাধ হলে জামিন দেওয়া হয়।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এখন একটি বড় চ্যালেঞ্জ এবং নতুন সংসদ দৃঢ় ভূমিকা পালন করবে এবং সমস্যাটিকে অগ্রাধিকার দেবে।’
আরও পড়ুন: বিএনপি-জামায়াত এখন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি: পররাষ্ট্রমন্ত্রী