আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের দমনের জন্য সাইবার নিরাপত্তা আইনকে (সিএসএ) হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার(১০ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়া বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথিকৃৎ: খসরু
তিনি বলেন, 'রাজনীতিবিদ হিসেবে আমরা বছরে এক-দুইবার জেলে যেতে অভ্যস্ত। জেল জীবনে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লেখালেখির কারণে কারাবন্দি হয়েছেন, এমন অনেক তরুণের সঙ্গে দেখা হয়েছে।’
রিজভী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন ছাত্রীর ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগের রোষানল থেকে নারীরাও নিরাপদ নয়।
রিজভী বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারা অন্যদের চেয়ে বেশি প্রতিভাবান।’
আরও পড়ুন: নারী দিবসে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ বানচালের অভিযোগ