ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ও ভারত উভয় দেশের সরকারকে এ ধরনের উত্তেজনা আর বৃদ্ধি রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে তুলতে হবে। কূটনৈতিক মিশনগুলো আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত ‘
তিনি বলেন, ‘এ ধরনের হামলা শুধু কূটনৈতিক সম্পর্ককেই ঝুঁকিতে ফেলে না, দুই দেশের সার্বিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং চরমপন্থা ও সহিংসতা বিস্তারে ভূমিকা রাখতে পারে।’
তিনি ভারত সরকারকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং মিশনের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
শিবির সভাপতি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’