ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রউফ, মাহমুদুর রহমান মান্নাসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
তাঁরা নগরীর একটি হোটেলে অবস্থান করছেন। সেখান থেকে তারা হযরত শাহআমনত মাজার জিয়ারত শেষে সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে।
ঐক্যফ্রন্ট সুত্রে জানা গেছে, শুক্রবার রাতভর পাঁচজন শ্রমিক মঞ্চ তৈরীর কাজ করেন। রাতে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানসহ ঐক্যফ্রন্টের নেতারা কয়েকবার সমাবেশস্থলে এসে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেন।
সমাবেশস্থলে আসা বিএনপি কর্মী আবদুল আজিজ জানান, তিনি পতেঙ্গা থেকে সকাল ৯টায় এখানে এসেছেন। দুপুরে আসতে পথে পথে বাঁধা দিতে পারেন এই আশঙ্কায় সকালেই সমাবেশস্থলে চলে এসেছেন।
নগর বিএনপির নিসিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, আমাদের সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকের সমাবেশে প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতি হবে। কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে এসে পৌঁছেছেন।
নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, আমরা নগরীর কয়েকটি হোটেলে নেতারা থাকার জন্য বুকিং দিয়েছিলাম। কিন্তু পুলিশের চাপে হোটেল কর্তৃপক্ষ সেই সব বুকিং বাতিল করেছে। এখন নেতারা অন্য জায়গায় অবস্থান করছেন।
এদিকে ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোর থেকে পুলিশের একাধিক টিম নূরআহমদ সড়ক, কাজীর দেউড়ি এলকায় অবস্থান করছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মহসীন জানান, সমাবেশ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা করতে না পারে সে জন্যই পুলিলি নিরাপত্তা জোরদার করা হয়েছে।