মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় পর্যবেক্ষণ সংস্থা মিরপুর চিড়িয়াখানা এবং সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) এর বিভিন্ন উন্নয়ন কাজের মানোন্নয়নের পাশাপাশি মন্ত্রণালয়ে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন দপ্তরের ক্রয় ও নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ ও স্বচ্ছতা নিশ্চিত করতে আরও সতর্ক হওয়ার সুপারিশ করেছে।
সোমবার কমিটির চেয়ারম্যান ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির ১৯তম বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে মাছ ধরা ও পরিবহনে নিষেধাজ্ঞার সময় প্রান্তিক মৎস্যজীবীদের অধিকার রক্ষারও পরামর্শ দেওয়া হয়।
মন্ত্রণালয় ও অধিদপ্তরে অনিয়ম এড়াতে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করা হয়েছে।
সভায় প্রস্তাবিত চিড়িয়াখানা বিল-২০২৩ এবং বিএলআরআই-এর কাজের মান নিয়েও বিস্তৃত আলোচনা হয়।
কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, মো. শহিদুল ইসলাম, ছোট মনির, নাজমা আকতার এবং মোছা. শামীমা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।