মঙ্গলবার দুপুরে সদর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
হামলার ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৬/৭ জনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খলিলুর রহমান। এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিদ উল্লাহ প্রধান লিল্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানিকগঞ্জে শ্রমিক লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুস্তম গুরুতর জখম হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘মাহমুদুল হাসান রুস্তমের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনার তদন্তপূর্বক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’