এক প্রতিবাদ সভায় ড. কামাল বলেন, ‘জনগণকে বঞ্চিত করে যারা ক্ষমতা দখল করে আছেন তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করতে হবে।’
ঐক্যফ্রন্টের প্রধান বলেন, এটা লজ্জার ব্যাপার যে যখন স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে তখনও মানুষকে তাদের নিজেদের ক্ষমতা থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকার জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষকে বঞ্চিত করছে।
গণফোরাম সভাপতি বলেন, ‘সরকার প্রচার চালাচ্ছে যে তারা এ বছর স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছে। এ বছরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে পালন করা উচিত। দেশের মালিক মানুষকে বঞ্চিত করে স্বাধীনতার ৫০ বছর উদযাপন একটা প্রহসন।’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর হওয়ার প্রতিবাদে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ঐক্যফন্ট আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
কামাল বলেন, ‘আমরা সহজ ভাষায় সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানাতে চাই। এ সরকারকে পদত্যাগ করার কথা বললে হবে না। তাদের লাথি মেরে নামাতে হবে।’
গণফোরাম সভাপতি বলেন, স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য বর্তমান সরকার যে অপচেষ্টা চালাচ্ছে তা জনগণ মেনে নেবে না। ‘যেভাবে দুর্নীতি, কুশাসন, মানুষের বিরুদ্ধে অত্যাচার চলছে এটা আর মেনে নেয়া যায় না।’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শিগগিরই মুক্ত করে দেয়ার দাবি জানান ড. কামাল। ‘স্বাধীনতার ৪৮ বছরে কেউ দেশে রাজবন্দী হবেন এবং তাকে মুক্তির জন্য সভা করতে হবে এটা দুঃখের বিষয়।’
তিনি জনগণকে মালিকানা ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে রাস্তায় নামার আহ্বান জানান।
ড. কামাল আরও বলেন, ‘এখন আমাদের শুধু সভা-সমাবেশের কথা চিন্তা করলে হবে না। স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে সামনে রেখে মানুষকে অনুপ্রাণিত করতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামতে হবে। ক্ষমতা আত্মসাৎকারীদের বিতাড়িত করতে চলুন আমরা মালিক হিসেবে ভূমিকা রাখি।’